করোনার চেয়েও ভয়াবহ দূষণ!

করোনার চেয়েও ভয়াবহ দূষণ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ মে, ২০২২

করোনা ভাইরাসের চেয়েও ভয়াবহ দূষণ! বিজ্ঞানীদের একাংশের গবেষণায় উঠে এসেছে এই সম্পর্কিত তথ্য। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ল্যান্সেট প্ল্যানেটরি হেলথ-এর অনলাইন এডিশনে সম্প্রতি প্রকাশিত হয়েছে এই বিষয়ের গবেষণা। তথ্যের উল্লেখে জানানো হয়েছে গত তিন বছরে পৃথিবীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মার গিয়েছেন ৬.২ মিলিয়ন মানুষ। সেখানে দূষণে আক্রান্ত হয়ে তিন বছরে মারা গিয়েছেন ৯ লক্ষ মানুষ! যার মধ্যে শুধু ভারতেই দূষণে আক্রান্ত হয়ে একবছরে মৃতের সংখ্যা ২৪ লক্ষ মানুষ! চিনে এই সংখ্যাটা ২২ লক্ষ। গবেষকরা দেখিয়েছেন, ২০০০-এর পর থেকে দূষণের হার বেড়ে গিয়েছে ৫৫ শতাংশ। আর বায়ুদূষণের অন্যতম কারণগুলো গাড়িঘোড়া এবং শিল্পাঞ্চলের ধোঁয়া। গবেষণায় বলা হয়েছে, দিল্লি শহর গতবছর মাত্র দু’টো ‘দূষণমুক্ত’ দিন দেখেছিল! এবং গত চারবছরে সেটা ছিল প্রথমবার। গবেষকরা আরও জানিয়েছেন, ২০১৫ থেকে ২০১৯-এর মধ্যে দূষণের কারণে মৃত্যুর হার বেড়েছে ৭ শতাংশ। বিশ্বজুড়ে দূষণে মৃত্যুর তালিকায় আমেরিকা রয়েছে সপ্তম স্থানে। তালিকায় সবার ওপরে চাড আর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।