অপ্রচলিত শক্তির অন্যতম উৎস হিসেবে ব্যাটারির গুরুত্ব দিনদিন বেড়েই চলেছে। বিদ্যুৎচালিত গাড়িতেও এর বহুল ব্যবহার। কিন্তু ব্যাটারি বস্তুটা নিজে কদ্দিন চলে? তার আয়ুও বেশিদিন নয় বইকি। এখানেই এই নতুন আবিষ্কারের কেরামতি – বিজ্ঞানীরা কাঁকড়ার খোলক থেকে বানিয়ে ফেলেছেন এমন ব্যাটারি যা চলবে বহুদিন।
ম্যাটার পত্রিকায় পয়লা সেপ্টেম্বর গবেষণাপত্রটা বেরিয়েছিল। যেখানে কাঁকড়ার খোল দিয়ে জিঙ্ক ব্যাটারি তৈরির দাবি করা হয়েছে। পরীক্ষার দায়িত্বে ছিলেন লিয়াংবিং হু। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মেটেরিয়াল ইনোভেশানের মুখ্য কর্মাধ্যক্ষ প্রফেসর হু। ওনার মতে, ব্যাটারির এই ব্যাপক ও বিবিধ ব্যবহারে পরিবেশ দূষণের সমস্যাও বাড়তে পারে। লিথিয়াম আয়ন ব্যাটারিতে পলিপ্রোপিলিন আর পলিকার্বোনেট পৃথক করতে যে পদার্থ ব্যবহৃত হয় তা নষ্ট হতে লেগে যায় কয়েক হাজার বছর। তাতেই বিপদ বাড়বে পরিবেশের, এমনই মতামত বিজ্ঞানীদের।
অথচ লিথিয়ামের তুলনায় জিঙ্ক বেশি সহজলভ্য, ফলে জিঙ্ক ব্যাটারির দামও কম পড়ে আর সেটা নিরাপদও। বলছেন প্রফেসর হু। গবেষণায় খোঁজ মিলেছে জিঙ্ক আর কাইটোসান দিয়ে তৈরি এই টেকসই ব্যাটারির। যা শতকরা ৯৯.৭ ভাগ কার্যকরী থাকে এক হাজার ব্যাটারি সাইকেলের পরেও। বায়ু ও সৌরশক্তি সঞ্চয় করতেও এই ব্যাটারির জুড়ি মেলা ভার।