কুকুররা আসলে নেকড়ে ছিল

কুকুররা আসলে নেকড়ে ছিল

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২২ জুলাই, ২০২২

ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের গবেষকদের সাম্প্রতিকতম গবেষণা থেকে জানা গিয়েছে কুকুরদের পূর্বপুরুষরা ছিল নেকড়ে! নেকড়ে থেকে সে গৃহপালিত এবং মানুষের অন্যতম প্রিয় প্রাণীতে রূপান্তরিত হয়েছে গত ১৫ হাজার বছরে। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা জার্নাল নেচারে প্রকাশিত গবেষণা থেকে জানা গিয়েছে গবেষকরা এক লক্ষ বছর আগের ৭২টি প্রাচীন নেকড়ের ডিএনএ বিশ্লেষণ করে জানতে পেরেছেন এই তথ্য। গবেষকদের পর্যবেক্ষণে প্রাচীন সেই নেকড়েরা বাসিন্দা ছিল মূলত ইউরোপ, সাইবেরিয়া এবং উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে। গবেষকরা আরও জানিয়েছেন ইউরেশিয়ার পশ্চিম থেকে পূর্ব দিকে গিয়েই গৃহপালিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + three =