কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের সাহায্যে আলঝাইমার্স রোগ নির্ণয়

কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের সাহায্যে আলঝাইমার্স রোগ নির্ণয়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ জুলাই, ২০২৩

হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (HKUST) – এর নেতৃত্বে একদল গবেষক একটা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মডেল তৈরি করেছেন যা উপসর্গ দেখা দেওয়ার আগেই একজন ব্যক্তির জেনেটিক তথ্য বিশ্লেষণ করে আলঝাইমার্স রোগ (AD) হওয়ার ঝুঁকির পূর্বাভাস দিতে পারে। এই যুগান্তকারী গবেষণা ইউরোপীয় বংশোদ্ভূত এবং চীনা জনসংখ্যা উভয় ক্ষেত্রেই ব্যক্তিদের আলঝাইমার্স রোগের ঝুঁকি খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করে, আলঝাইমার্সে আক্রান্ত হতে পারে এমন রোগীদের জৈবিক প্রক্রিয়া পরিবর্তনের উপর ভিত্তি করে সঠিকভাবে আলাদা আলদা ঝুঁকিপূর্ণ শ্রেণিতে ভাগ করতে পেরেছে।  ৭০% ক্ষেত্রে আলঝাইমার্স রোগের ঝুঁকি সঠিকভাবে বলতে পারার জন্য একদম শুরুতেই এই রোগের মোকাবিলা কীভাবে করা সম্ভব তা বোঝা যায়। বর্তমানে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ আলঝাইমার্সে আক্রান্ত, যাদের বৌদ্ধিক প্রতিবন্ধকতা ও মস্তিষ্ক কোশের ক্ষয় দেখা যায়। কমিউনিকেশনস মেডিসিনে প্রকাশিত শেনজেন এবং লন্ডনের ইনস্টিটিউটের পাশাপাশি হংকংয়ের স্থানীয় হাসপাতালগুলোর সহযোগিতায়, এই গবেষণায় আলঝাইমার্স বা অন্যান্য রোগ নির্ধারণ, ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কাজ করতে পারে তা দেখানো হয়েছে।  এই গবেষকের দল, এই মডেল আরো পরিমার্জন করে স্ট্যান্ডার্ড স্ক্রিনিং -এর ক্ষেত্রে তা অর্ন্তগত করবেন।