করোনা ভাইরাসের ভ্যারিয়ান্টগুলো মানুষের শরীরে অন্য রোগের প্রতিরোধী অ্যান্টিবডিগুলোকেও মেরে ফেলে। যে কারণে করোনা থেকে সেরে ওঠার পরও রোগীর দূর্বলতা কাটতে এবং সম্পূর্ণ সুস্থতা আসতে অনেক সময় লেগে যায়। মার্কিন সেডাই সিনাই স্মিট হার্ট ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সম্প্রতি এই বিষয়ে একটি গবেষণা করেছেন। জার্নাল অফ ট্রানস্নেশনাল মেডিসিন-এ প্রকাশিত ওই গবেষণা থেকে জানা গিয়েছে, কোভিড মানুষের শরীরে প্রবেশ করে যে অ্যান্টিবডিগুলো তৈরি করে সেগুলো অত্যন্ত ক্ষতিকর এবং মানবদেহে অন্যান্য রোগ প্রতিরোধ করা অ্যান্টিবডিগুলোকে তারা মেরে ফেলে এবং এর জন্য রোগীকে গুরুতরভাবে কোভিডে আক্রান্ত হওয়ার প্রয়োজন নেই, কোভিডের উপসর্গ মৃদু হলেও একইভাবে কোভিডের ক্ষতিকর অ্যান্টিবডিগুলো তৈরি হয় এবং যার ফলে রোগীর অঙ্গপ্রত্যঙ্গেরও ক্ষতি হতে থাকে দীর্ঘ সময় ধরে। ক্ষতি হয় ত্বকের, বিভিন্ন অংশের কোষ, কলাগুলির এবং বিশেষভাবে স্নায়ুতন্ত্রের কোষগুলোর। বিজ্ঞানীরা জানিয়েছেন, কোভিডের ক্ষতিকর অ্যান্টিবডিগুলো রোগীর কোভিড থেকে সেরে ওঠার ৬ মাস পরও সক্রিয় থাকে।