কোয়ালা সংক্রমণে মানুষও মরতে পারে!

কোয়ালা সংক্রমণে মানুষও মরতে পারে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ অক্টোবর, ২০২১

অস্ট্রেলিয়ান কোয়ালাদের একটা অসুখ হয়েছে। অসুখের নাম ক্ল্যামিডিয়া। যৌনসংসর্গ থেকে এই অসুখ ছড়ায়। এই ভাইরাস দৃষ্টিশক্তি নষ্ট করে দিতে পারে। ব্লাডারে সংক্রমণ বাড়িয়ে দেয়, শরীরকে ধীরে ধীরে নিস্তেজ করে দেওয়াই এই অসুখের প্রাথমিক লক্ষণ। অস্ট্রেলিয়ার কোয়ালাদের সংখ্যা এখন প্রায় ৩ লক্ষ ৩০ হাজার। দেশের জু ওয়াইল্ড লাইফ হাসপাতালের একজন গবেষক অ্যাম্বার জিলেট জানিয়েছেন, হু হু করে ক্ল্যামিডিয়া ছড়াচ্ছে কোয়ালাদের মধ্যে। দেশের প্রায় অর্ধেক কোয়ালা আক্রান্ত হয়ে পড়েছে এই অসুখে। জিলেটের আরও উদ্বেগ, মানুষের মধ্যেও ক্ল্যামিডিয়ার ভাইরাস পাওয়া গিয়েছে। আর জিলেট জানিয়েছেন, ক্ল্যামিডিয়ার ভাইরাসও কিন্তু করোনার মতই নির্মম। আক্রান্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে চিকিৎসা না করাতে পারলে এই অসুখেও মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে! সেই কোয়ালাদের মধ্যে ক্ল্যামিডিয়ার ভাইরাস যাতে আর না ছড়ায় তার জন্য পরীক্ষামূলকভাবে ৪০০ কোয়ালাকে টীকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। তাতে অন্তত কোয়ালাদের বিলুপ্তি আটকানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + five =