কয়েক বছরের মধ্যেই ক্যান্সারের ভ্যাকসিন – আশা দিচ্ছেন বায়ো’এন’টেক প্রতিষ্ঠাতা

কয়েক বছরের মধ্যেই ক্যান্সারের ভ্যাকসিন – আশা দিচ্ছেন বায়ো’এন’টেক প্রতিষ্ঠাতা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ অক্টোবর, ২০২২

স্বামী স্ত্রী মিলে তৈরি করা একটা সংস্থা – বায়ো’এন’টেক। জৈবপ্রযুক্তির একটা কোম্পানি যারা ফাইজারের সহযোগী হয়ে কোভিডের বিরুদ্ধে সফলভাবে এম-আরএনএ ডোজ বাজারে এনেছিলেন। ওনারা এবার জানালেন, ক্যান্সারের ভ্যাকসিনও আগামী দশকের মধ্যেই ব্যাপকভাবে প্রচলিত হবে।
বিবিসির একটা সাক্ষাৎকারে অধ্যাপক ওঝলেম তুরেশি বলেছেন, ক্যান্সার আক্রান্ত রোগীদের জীবন পাল্টে দিতে প্রতিষেধক হাতের নাগালের মধ্যেই এসে গেছে। সংস্থার অপর প্রতিষ্ঠাতা ইউগুর সাহিন জানাচ্ছেন, সময় লাগতে পারে বড়জোর আট বছর।
ওনারা আশা করছেন, ক্যান্সারের ভ্যাকসিনের প্রয়োগে রোগীর দেহকে এম-আরএনএ প্রযুক্তিতেই সারিয়ে তোলা সম্ভব হবে। অস্ত্রোপচারের পর নির্দিষ্ট রোগীকে নির্দিষ্ট ব্যক্তিসাপেক্ষ ভ্যাকসিন দেওয়া হবে, যাতে রোগীর শরীরে টি-কোষগুলো টিউমার শনাক্ত করে সেগুলোকে বিনষ্ট করতে পারে। তাতে একেবারেই দূরীভূত হবে ক্যান্সারের জন্যে দায়ী টিউমার কোষগুলো, এমনভাবেই ব্যাখ্যা করেছেন প্রোফেসর সাহিন।
তুরেশি জানালেন, প্রতিটা পদক্ষেপে প্রত্যেক রোগীকে চিকিৎসা করার সময় বোঝা যাচ্ছে ঠিক কোন সমস্যার বিরুদ্ধে ভ্যাকসিন লড়াই করবে আর কীভাবে রোগের সমাধান সম্ভব।