খুব কাছ থেকে সূর্যের ছবি, প্রকাশ্যে এক আবিষ্কার

খুব কাছ থেকে সূর্যের ছবি, প্রকাশ্যে এক আবিষ্কার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ মে, ২০২২

গত ২৬ মার্চ ইউরোপীয় স্পেস এজেন্সির সোলার অরবিটার এখনও পর্যন্ত সূর্যকে সবচেয়ে কাছ থেকে ফ্রেমবন্দি করতে পেরেছে। জ্যোর্তিবিজ্ঞানীরা বলছেন এত কাছ থেকে সুর্যের পরিষ্কার ছবি এর আগে তোলা সম্ভব হয়নি। সোলার অরবিটার এখন রয়েছে সুর্যের নিকটতম গ্রহ বুধের কক্ষপথে। দূরত্ব হিসেবে তার অবস্থান পৃথিবীর দূরত্বের এক তৃতীয়াংশ দূরে। ইউরোপীয় স্পেস এজেন্সির তরফে জানানো হয়েছে সনর্যের যত কাছে যাওয়া যাবে মহাকাশযানের রিমোট সেন্সিং প্রযুক্তি তত ভাল কাজ করবে। সোলার অরবিটার সুর্যের মেরুপ্রদেশে আরও একটি আবিষ্কার করেছে। বিষয়টি বিজ্ঞানীদের কাছে এখনও রহস্যময়। যদিও তার নাম দেওয়া হয়েছে ‘হেজ-হগ’। হেজ-হগের শিখা সুর্য থেকে প্রায় ২৫ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কিন্তু কীভাবে সুর্যের বায়ুমণ্ডলে এটি তৈরি হয় সেটা বিজ্ঞানীরা এখনও বার করতে পারেননি।