গঙ্গা দূষণ একই জায়গায়, বলছে গ্রিন ট্রাইব্যুনাল

গঙ্গা দূষণ একই জায়গায়, বলছে গ্রিন ট্রাইব্যুনাল

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৩০ জুলাই, ২০২২

গঙ্গা দু’বছর আগে সাময়িকভাবে সুস্থ হয়েছিল। মানে তার দূষণের মাত্রা কমেছিল। নদীতে ফিরেছিল ডলফিন। জলের রং বদলাচ্ছিল। সৌজন্যে ছিল লকডাউন। কিন্তু গতবছর থেকে গঙ্গার দূষণ আবার স্বমহিমায় ফিরছে! এই তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। আরও তথ্য তারা প্রকাশ করেছে। যেমন গত চার দশক ধরে গঙ্গার দূষণরোধে একাধিক প্রকল্প নিয়েছে সরকার। গত আট বছরেই খরচ হয়েছে ৪৬৩৩ কোটি টাকা। কিন্তু গত ৪০ বছরের দূষণরোধী হাজার একটা প্রকল্পের কোনও প্রতিফলন গ্রিন ট্রাইবুনালের চোখে পড়েনি! তারা জানিয়ে দিয়েছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্প সম্পূর্ণ ব্যর্থ।
গ্রিন ট্রাইব্যুনালের বিচারকদের অভিমত, এখনও ৫০ শতাংশের বেশি পয়ঃপ্রণালীর জল পরিশোধন ছাড়াই নিষ্কাশিত হয় গঙ্গায়। অধিকাংশ কারখানাতেই ব্যবহৃত হয় না ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। গঙ্গার উত্তরপ্রবাহে তার উপনদী, শাখানদীগুলিতে মাত্রা ছাড়িয়েছে রাসায়নিক দূষণের পরিমাণ। গ্রিন ট্রাইবুনালের প্রশ্ন তাহলে গঙ্গা দূষণ প্রকল্প চালিয়ে যাওয়ার প্রয়োজন কী? গ্রিন ট্রাইবুনালের বিচারকরা ক্ষুব্ধ। গত ৪০ বছর ধরে কেন্দ্রে বদলেছে সরকার, আমলারা। অথচ কোনও সরকারই গঙ্গা দূষণ প্রকল্পে কাজ করেনি। ক্ষমতায় আসা সরকার তার পূর্ববর্তী প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়িয়েছে। গঙ্গার অসুস্থতার জন্যও দায়ী সেই মানুষই। স্থানীয় প্রশাসন থেকে ওপরমহল- সর্বস্তরেই স্পষ্ট নিষ্ক্রিয়তার ছাপ।