গরম থেকে সাবধান

গরম থেকে সাবধান

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ সেপ্টেম্বর, ২০২৩

গরম থেকে সাবধান- এমনটাই বলা হয়েছে এক নতুন গবেষণায়। ১.৭ মিলিয়ন বয়স্ক আমেরিকানদের নিয়ে এক গবেষণায় দেখা গেছে- যে সমস্ত অঞ্চলের গড় তাপমাত্রা ৬০ ডিগ্রি ফারেনহাইটের বেশি সেই অঞ্চলে বসবাসকারী ব্যক্তিদের তুলনামূলক শীতল এলাকায় বসবাসকারী ব্যক্তিদের তুলনায় দৃষ্টিজনিত সমস্যা উল্লেখযোগ্যভাবে বেশি। অপথ্যালমিক এপিডেমোলজি জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক সমীক্ষা অনুসারে, উষ্ণ অঞ্চলে বসবাসকারী ৬৫ বছর বা তার বেশি বয়সী আমেরিকান ব্যক্তিদের গুরুতর দৃষ্টির সমস্যা হচ্ছে। এলাকার তাপমাত্রা ৫৫-৬০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে হলে সেই এলাকার বাসিন্দাদের দৃষ্টিশক্তি জনিত সমস্যার ঝুঁকি ২৪% বেড়ে যায় অন্যদিকে তাপমাত্রা ৬০ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে ঝুঁকি ৪৪% বৃদ্ধি পায়। টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ লাইফ কোর্স অ্যান্ড এজিং-এর পরিচালক ফুলার-থমসনের মতে দৃষ্টিশক্তি প্রতিবন্ধকতা এবং এলাকার গড় তাপমাত্রার মধ্যে এই সংযোগটি খুব উদ্বেগজনক। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে বয়স্ক ব্যক্তিদের মধ্যে দৃষ্টিশক্তি প্রতিবন্ধকতার প্রকোপ বাড়বে কিনা তা পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। চোখে দেখতে না পাওয়ার ফলে কাজকর্ম করার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। প্রাপ্তবয়স্কদের জীবনযাত্রার মানকে প্রভাবিত করে। দৃষ্টিশক্তি প্রতিবন্ধকতার ফলে বয়স্ক ব্যক্তিদের পড়ে গিয়ে ফ্র্যাকচারের ঝুঁকি বেড়ে যায়। গবেষকরা বয়স, লিঙ্গ, আয় এবং অংশগ্রহণকারীদের শিক্ষা নির্বিশেষে গড় তাপমাত্রা এবং দৃষ্টিশক্তির প্রতিবন্ধকতার মধ্যে এক সুগভীর সম্পর্ক দেখতে পেয়েছেন। কিন্তু এর সম্ভব্য কারণ আজও রহস্যাবৃত। গবেষকরা বেশ কয়েকটি সম্ভাব্য কারণ অনুমান করেছেন- যেমন বর্ধিত অতিবেগুনী রশ্মির প্রকোপ, বায়ু দূষণ, সংক্রমণ এবং বর্ধিত তাপমাত্রার সাথে ফলিক অ্যাসিডের অবনতি। গবেষণায় আরও উঠে এসেছে যে উচ্চ তাপমাত্রা ও দৃষ্টিশক্তি প্রতিবন্ধকতার মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তা ৮০ বছর বা তার বেশি বয়সীদের তুলনায় ৬৫-৭৯ বছরের ব্যক্তিদের মধ্যে বেশি, মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যেও এর প্রকোপ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =