গলে যাচ্ছে রানওয়ে! ব্রিটেন আরও উত্তপ্ত

গলে যাচ্ছে রানওয়ে! ব্রিটেন আরও উত্তপ্ত

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৯ জুলাই, ২০২২

বরিস জনসনের বিদায় নিয়ে আগে থেকেই উষ্ণ হয়ে গিয়েছিল গ্রেট ব্রিটেন। এবার প্রকৃতির রোষানলে আরও উত্তপ্ত দেশ। সোমবার দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা উঠে গিয়েছে ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড! গরমের ধাক্কায় গলে যাচ্ছে বিমানবন্দরের রানওয়ে! ফাটল ধরছে রেললাইনে, টিউব রেলে চড়া যাত্রীদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাছে। এই অবস্থায় লন্ডন, ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড থেকে ইয়র্ক এবং ম্যাঞ্চেস্টার পর্যন্ত দেশে জারি হয়েছে ‘লাল সতর্কতা’! বয়ষ্ক মানুষদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হছে। প্রচার করে বাকি নাগরিকদেরও বলা হচ্ছে খুব প্রয়োজন ছাড়া না বেরতে আর বেরলে জলের বোতল আবশ্যিক। লিডস ও ইয়র্কের প্রায় সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। স্কুলগুলোতে যাওয়া ছাত্রছাত্রীদের বার বার জল খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে লন্ডনের অনেক স্কুল ইতিমধ্যে ছুটি দিয়ে অনলাইনে ক্লাস নেওয়া চালু করেছে। আবহাওয়া দফতরের আশঙ্কা, মঙ্গলবার তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। এর আগে ব্রিটেনে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ২০১৯-এর জুলাইয়ে। তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল।