গ্লেসিয়ারের নাম রাখা হল ক্লাইমেট সামিটের নামে!

গ্লেসিয়ারের নাম রাখা হল ক্লাইমেট সামিটের নামে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ নভেম্বর, ২০২১

যাতে রাষ্ট্রপ্রধানরা দু’সপ্তাহের আলোচনাপর্ব শেষ হয়ে যাওয়ার পর ভুলে না যান তার জন্য! যাতে রাষ্ট্রপ্রধানরা দু’বছর পর পৃথিবীর শেষ প্রান্তগুলোয় জমে থাকা বরফের প্রবল বেগে গলে যাওয়া দেখে ভুলে না যান দু’বছর আগের ক্লাইমেট সামিটে কী শপথ নেওয়া হয়েছে তার জন্য! অ্যান্টার্কটিকায় একটি ক্রমশ গলে যাওয়া গ্লেসিয়ারের নাম রাখা হল গ্লাসগো গ্লেসিয়ার!
রবিবার থেকে গ্লাসগোয় শুরু হওয়া ক্লাইমেট সামিটের উদ্বোধনী দিনে এই নামকরণ করা হল। নামকরণ করেছেন লিডস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ১০০ কিলোমিটার দৈর্ঘ্যের এই গ্লেসিয়ার আর পাঁচটা গ্লেসিয়ারের মতই অনেক বছর ধরে গলে যাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রবিবার উদ্বোধনী ভাষণে বলেই দিয়েছেন, “গ্লাসগো গ্লেসিয়ারের নাম মনে হলেই যাতে আমাদের মনে পড়ে গ্লাসগো ক্লাইমেট সামিটে আমরা কী শপহ নিয়েছিলাম। সেই কারণে এই নামকরণ।” জনসন আরও বলেছেন, “গ্লাসগোয় কিন্তু আমাদের সামনে শেষ সুযোগ। আমার আশা, আগামী সপ্তাহে পৃথিবীর সমস্ত দেশগুলো জড় হয়ে সকলে মিলে সমাধানযোগ্য একটা রাস্তা তৈরি করবে যাতে পৃথিবীর সামগ্রিক তাপমাত্রাকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার যে শপথ নিয়েছিলাম সেটা পূরণ হবে।” লিডস স্কুল অফ আর্থ অ্যান্ড এনভায়ার্নমেন্টের অধ্যাপকরা অ্যান্টার্কটিকার পশ্চিমে গেজ বেসিনে ১৪টি গ্লেসিয়ারকে চিহ্নিত করেছেন যেখান থেকে প্রবল বেগে নিয়মিত বরফ গলেছে এবং উষ্ণায়নের জন্য গ্লেসিয়ারগুলো ১৯৯৪ থেকে ২০১৮-র মধ্যে ২৫ শতাংশ সরু হয়ে গিয়েছে! গ্লাসগো ছাড়াও, আরও আটটা এরকম গ্লেসিয়ারের নামকরণ করা হয়েছে, সেই শহরগুলোর নামে যেখানে এর আগে ক্লাইমেট সামিট হয়ে গিয়েছে। জেনেভা, রিও, বার্লিন, কিয়োতো, বালি, স্টকহোম, প্যারিস এবং ইঞ্চিয়নের নামে।
রাষ্ট্রপ্রধানরা যাতে ভুলে না যান তার জন্য এ-ও এক অভিনব উদ্যোগ! এর পরেও যদি কাজ না হয় তাহলে আর কী করা যেতে পারে!