চন্দ্রযানের ক্ষতির আশঙ্কা

চন্দ্রযানের ক্ষতির আশঙ্কা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ জানুয়ারী, ২০২২

চাঁদের যে পিঠ পৃথিবী থেকে কখনই দেখা যায় না সেই বিপরীত পিঠে ২০১৫ সালে উৎক্ষেপন করা একটি রকেট থেকে চন্দ্রযানের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। প্রায় ৩ থেকে ৪ টন ওজনের, এবং লম্বায় ১৫ মিটারের ওই রকেটটি চাঁদের পিঠে আছড়ে পড়তে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যে। ইউ এস ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরিকে মহাকাশে পৌঁছানোর জন্যে ঐ রকেট টিকে পাঠানো হয়। চাঁদে ও পৃথিবীর পরিমণ্ডলেই ঘোরাফেরা করছে রকেটটি।
আশঙ্কা, চাঁদে আছড়ে পড়ার আগে ‘ফ্যালকন ৯’ রকেটটি ধাক্কা খেতে পারে ভারতীয় মহাকাশযান ‘চন্দ্রযান’ কিংবা নাসার লুনার রিকনেস্যান্স অরবিটারের সঙ্গে। ফ্যালকন ৯ এর কোনো একটি ভগ্নাংশের সাথেও যদি উক্ত দুই চন্দ্রযানের ধাক্কা লাগে তাহলে তাদের বড়সড় ক্ষতির সম্ভাবনা রয়েছে।