চলতি বছরেই কক্ষপথে যাবে স্টারশিপ

চলতি বছরেই কক্ষপথে যাবে স্টারশিপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২৪ জুলাই, ২০২২

কারিগরি আর নীতিনির্ধারণী প্রতিবন্ধকতা থাকলেও চাঁদ ও মঙ্গলযাত্রার লক্ষ্যে নির্মিত স্টারশিপের রকেট চলতি বছরই পৃথিবীর কক্ষপথে পৌঁছাবে বলে আশাবাদী স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্টারশিপ রকেটগুলোর ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী এই প্রযুক্তি উদ্যোক্তা। সম্প্র্রতি টেক্সাসের বোকা চিকায় অবস্থিত ‘স্টারবেইজ’-এ স্টারশিপ প্রকল্প নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছেন মাস্ক। প্রোটোটাইপ স্টারশিপ রকেটের উৎক্ষেপণ ও অবতরণে সাফল্যের নয় মাসের মাথায় এ বিষয়ে গণমাধ্যমে মুখ খুললেন মাস্ক। তার আগের চারবারের চেষ্টায় অবতরণের সময় বিধ্বস্ত হয়েছিল প্রোটোটাইপ রকেটগুলো। সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতায় ‘সুপার হেভি রকেট’-এর জন্য ‘র‌্যাপটর ২’ ইঞ্জিন নির্মাণ জটিলতার কথা স্বীকার করেছেন মাস্ক। এ রকেটগুলোর নকশা করা হয়েছে বারবার ব্যবহারের কথা মাথায় রেখে। স্টারশিপ স্পেসক্র্যাফটকে কক্ষপথে পৌঁছে দেওয়ার কথা রয়েছে এই রকেটগুলোর। ইঞ্জিন থেকে সৃষ্ট তাপে রকেট থ্রাস্টারের ভেতরের অংশ গলে যাচ্ছিল বলে জানিয়েছেন মাস্ক। তবে, ‘আমরা সেটি সমাধানের কাছে চলে এসেছি’ বলে দাবিও করেছেন তিনি। মার্চ মাসের মধ্যেই উৎপাদন ক্ষমতা বাড়িয়ে প্রতি সপ্তাহে সাত থেকে আটটি ইঞ্জিন নির্মাণের আশা করছেন মাস্ক। আর বছরের শেষ নাগাদ প্রতি মাসে একটি করে স্টারশিপ এবং একটি করে বুস্টার নির্মাণের আশা করছেন তিনি