চাঁদেও রয়েছে লুকনো গুহা আর টানেল!

চাঁদেও রয়েছে লুকনো গুহা আর টানেল!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ মার্চ, ২০২২

চাঁদে জল আছে কি না, চাঁদে প্রাণ ছিল কি না কখনও সেই নিয়ে জ্যোর্তিবিজ্ঞানীদের বহুবছরের গবেষণা চলছে। গবেষণা সংক্রান্ত বিষয়ে এর মধ্যেই এক ধাপ এগিয়ে গেল নাসা। নাসা পরিকল্পনা করেছে, চাঁদে লুকনো গুহা আর টানেলের সন্ধান করার। অ্যাস্ট্রোবায়োলজিস্টের বিশ্বাস, চাঁদে যে লুকনো গুহা আর টানেলগুলো শুধু চাঁদের ভূতাত্বিক ইতিহাস নয়, ভবিষ্যতে মানুষের চন্দ্র অভিযানেও সহায়তা করবে। এর জন্য নাসার আপাতত পরিকল্পনা, চাঁদের পৃষ্ঠে যে গর্তগুলো রয়েছে সেগুলোতে অভিযান চালানো। বিজ্ঞানীদের বিশ্বাস, ওই গর্তগুলোর ভেতরে লুকিয়ে রয়েছে গুহা আর টানেল। ফ্রানসেস্কো সরো, একজন প্রসিদ্ধ গুহাবিজ্ঞানী ও গ্রহের লাভা টিউব বিশেষজ্ঞ, জানিয়েছেন,চাঁদের যে গর্তগুলো ওপর থেকে দেখা যায় তার ভেতর উঁকি দিলেই আসল সত্যটা বেরিয়ে আসবে। নাসার এই মিশন শুরু হয়েছিল ২০১৯-এ। কিন্তু চন্দ্রপৃষ্ঠের ওপরে থাকা গর্তগুলোর পরিবেশ, তাপমাত্রা সম্পর্কে নিশ্চিত হতেই তিন বছর লেগে গিয়েছে। নাসার তরফে বলা হয়েছে,আরও সময় লাগবে। ঠিক কোন সময় অভিযান চালানো হবে সেটাও নাসা এখনও পর্যন্ত জানাতে পারেনি।