বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ নভেম্বর, ২০২৪
এই প্রথম দুদল গবেষক চাঁদের দূর-পৃষ্ঠ থেকে আনা নমুনার দিকে দৃষ্টিপাত করলেন। তাঁদের বিশ্লেষণ থেকে ফুটে উঠল শত শত কোটি বছর আগেকার অগ্ন্যুৎপাতের ইতিহাসের ছবি। চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের পাঠানো ছাং-এ মহাকাশযান চাঁদের দূর-পৃষ্ঠ থেকে প্রায় দু কিলো ওজনের মৃত্তিকা সংগ্রহ করে একটি ফিরতি ক্যাপসুলে ভরে সেটিকে পৃথিবীতে ফেলে দেয়। বিজ্ঞানীরা ওই মৃত্তিকার নমুনার মধ্যে লাভা-জাত ধূলিকণা খুঁজে পয়েছেন। আজ থেকে ৪২০ কোটি বছর আগে আগ্নেয়গিরি থেকে যে-অগ্ন্যুৎপাত হয়েছিল, তা থেকেই বেরিয়েছিল ওই লাভা। (সূত্রঃ Nature এবং Science )