চাঁদে ‘রহস্যময় কুঁড়েঘর’!

চাঁদে ‘রহস্যময় কুঁড়েঘর’!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ ডিসেম্বর, ২০২১

দূরে মাটি থেকে খানিকটা উঁচু চারকোনা এক আকৃতি দেখতে পায় চীনা রোবটযান ইয়ুতু-২সিএনএসএ
চাঁদের একটি দিকের সঙ্গে পৃথিবীর চিরস্থায়ী আড়ি। মুখ করে থাকে পৃথিবীর ঠিক উল্টো দিকে। দূরত্ব বেশি বলে অঞ্চলটিকে আমরা বলি ‘ফার সাইড অব দ্য মুন’। ভন কারমান ক্রেটারের অবস্থান সেখানেই। বছর তিনেক হলো, এই ক্রেটারে রোবটযান পাঠিয়েছে চীন। ইয়ুতু-২ নামে রোবটযানটির ক্যামেরায় সম্প্রতি ধরা পড়েছে অদ্ভুত এক ‘কুঁড়েঘর’। ছবিটি অস্পষ্ট। দেখা যাচ্ছে কিছুটা দূরে মাটি থেকে খানিকটা উঁচু চারকোনা এক আকৃতি দেখা যাচ্ছে। এক পোস্টে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) এই আকৃতিকে ‘রহস্যময় কুঁড়েঘর’ য়ের সঙ্গে তুলনা করেছে। খানিকটা মজা করেই তারা লিখেছে, ‘এটা কি জরুরি অবতরণের পর এলিয়েনদের তৈরি ঘর? নাকি চাঁদকে জানার জন্য পূর্বসূরিদের পাঠানো কোনো নভোযান? তবে জ্যোতির্বিজ্ঞানীদের অধিকাংশের মতে, এটা কোনও পাথরখন্ড হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − five =