চিতাবাঘের সঙ্গে সহবস্থানের প্রশিক্ষণ

চিতাবাঘের সঙ্গে সহবস্থানের প্রশিক্ষণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ মার্চ, ২০২২

বন্যপ্রাণীর লোকালয়ে ঢুকে আসার চেষ্টা আটকাতে অতীতে নানা কৌশল নিয়েছে বন দফতর। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। শেষমেশ চিতাবাঘের সঙ্গে সহাবস্থান করেই বেঁচে থাকতে হয় ডুয়ার্সের চা শ্রমিকদের। চা বাগানে ঢুকে পড়া বন্যপ্রাণীর যাতে কোনও ক্ষতি না হয় এবং জীবনজীবিকাতেও যাতে প্রভাব না-পড়ে, তা মাথায় রেখে এ বার চা শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করল বন দফতর। বন দফতরের সহযোগিতায় ‘সলিটারি নেচার অ্যান্ড অ্যানিমেল প্রোটেকশন ফাউন্ডেশন’ (স্ন্যাপ) ও ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে শুরু হল ওই প্রশিক্ষণ দেওয়ার কাজ।