চিল্কায় এবার ১০ লক্ষ পরিযায়ী পাখি

চিল্কায় এবার ১০ লক্ষ পরিযায়ী পাখি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ জানুয়ারী, ২০২২

চিল্কা শুধু দেশের সবচেয়ে বড় লেগুন হ্রদ নয়, পরিযায়ী পখিদের বৃহত্তম জলাধারও। প্রত্যেক শীতে এই হ্রদে সারা পৃথিবী থেকে আসে বিভিন্ন রকমের পরিযায়ী পাখি। মঙ্গলবার ওড়িশা সরকার জানাল এবছর এখনও পর্যন্ত চিল্কায় এসেছে ১০ লক্ষের কিছু বেশি পরিযায়ী পাখি। ওড়িশা সরকারের বনবিভাগের পাশাপাশি পাখি গণনার কাজে যুক্ত ছিলেন চিল্কা উন্নয়ন পরিষদ এবং মুম্বই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সদস্যরা। গোটা হ্রদকে ২১টি ভাগে ভাগ করে গণনার কাজ হয়েছে। পরিসংখ্যান জানিয়েছে চিল্কায় আসা পরিযায়ী পাখির সংখ্যা ১০ লক্ষ ৭৪ হাজার ১৭৩টি। তাদের মধ্যে রয়েছে ১০৭টি প্রজাতি। এছাড়াও জলাভূমি নির্ভর ৭৬ প্রজাতির পাখির দেখা মিলেছে। পিনটেল আর ফ্লেমিঙ্গো পাখির সংখ্যা এর মধ্যে সবচেয়ে বেশি। গতবছর চিল্কায় এসেছিল ১২ লক্ষেরও বেশি পাখি। পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া এবং হিমালয়ের নানা অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা আসে চিল্কায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + six =