চেরনোবিল পরমাণু কেন্দ্রের বাইরেই দাবানল

চেরনোবিল পরমাণু কেন্দ্রের বাইরেই দাবানল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ মার্চ, ২০২২

ইউক্রেনে আবার বিপদ চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে। পরমাণু কেন্দ্রের বাইরে বিশাল এক্সক্লুশন জোনের ঠিক বাইরে শুরু হয়ে গিয়েছে ভয়াবহ দাবানল। দাবানলের শিখা এত উঁচুতে উঠে গিয়েছে যে, মহাকাশ থেকেও তা দেখা যাচ্ছে। এরকম সাতটি ভয়াবহ দাবানলের ছবি পাঠিয়েছে ইউরোপীয় স্পেস এজেন্সির উপগ্রহ। ইউক্রেনের সংসদে এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে যে, রুশ সেনাবাহিনী পরমাণু কেন্দ্র ও তার লাগোয়া অঞ্চল পুরো দখল করে নেওয়ায় ইউক্রেন সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না দাবানল থামানোর ব্যাপারে উদ্যোগ নেওয়ার। পরমাণু কেন্দ্রের ১০ কিলোমিটারের মধ্যে চলতে থাকা এই দাবানল খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। ১৯৮৬-তে চেরনোবিল পরমাণু কেন্দ্রে হওয়া বিস্ফোরণে যে পরিমাণ তেজষ্ক্রিয় পদার্থ ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছিল তারপরও বিজ্ঞানীদের অনুমান এই অঞ্চলে এখনও প্রচুর পরিমাণে তেজষ্ক্রিয় পদার্থ ছড়িয়ে রয়েছে। যে কারণে ১০ কিলোমিটারেরও বেশি অঞ্চল থেকে জনবসতি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।