চোখে দেখার ভুল কিন্তু আমাদের মানসিক বিভ্রম নয়

চোখে দেখার ভুল কিন্তু আমাদের মানসিক বিভ্রম নয়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ জুলাই, ২০২৩

মানসিক ভ্রম বা মস্তিষ্কের জটিল কাজে ব্যাঘাত ঘটার জন্য নয়, বরং দৃষ্টির জন্য দায়ী নিউরন ও চোখের কাজের সীমাবদ্ধতার কারণে দৃষ্টি বিভ্রান্তি হয়। দীর্ঘকাল ধরেই গবেষকদের মধ্যে এ নিয়ে মতবিভেদ আছে, যে রং বা প্যাটার্ন চেনার সময় আমাদের চোখে, যে বিভ্রম হয় তা চোখের স্নায়ু প্রক্রিয়াকরণ ও মস্তিষ্কের নিম্ন-স্তরের ভিজ্যুয়াল কেন্দ্র দ্বারা সৃষ্ট নাকি উচ্চ-স্তরের মানসিক প্রক্রিয়া যেখানে প্রসঙ্গ ও পূর্ব জ্ঞানেরমতো পরিপ্রেক্ষিত জড়িত তা এই রং ও প্যাটার্ন বুঝতে দায়ী কিনা।

নতুন গবেষণায় এক্সেটার বিশ্ববিদ্যালয়ের ডঃ জোলিয়ন ট্রোসিয়ানকো একটি মডেল পেশ করেছেন যা স্নায়ুর প্রতিক্রিয়ার সাধারণ সীমাবদ্ধতার কথা বলছে। তিনি বলেছেন আমাদের চোখ নিউরন সংযোগ ঘটিয়ে মস্তিষ্কে সংকেত পাঠায়, কিন্তু কত তাড়াতাড়ি তারা এই সংকেত পাঠাতে পারছে, তার ওপর আমাদের রং চেনা নির্ভর করে। চোখের এই সংকেত পাঠানোর সীমাবদ্ধতা ও প্যাটার্নের ক্ষেত্রে বিভিন্ন স্কেলের কথা এই গবেষণায় বলা হয়েছে।