বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ জানুয়ারী, ২০২২
সাম্প্রতিককালে ঘূর্ণিঝড়ের দাপট বেড়েছে বিশ্বজুড়ে। ভারতও তার ব্যতিক্রম নয়। সাইক্লোন, টর্নেডো বা হারিকেনে ভারত বার বার আক্রান্ত হয়েছে। সাম্প্রতিক এক গবেষণা জানাল বিশ্ব উষ্ণায়নের জন্য বেড়ে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগ আগামীদিনে জনবহুল অঞ্চলে আরও বেশি হবে। বিশেষত, সাইক্লোনের ভয়াবহতা আরও বাড়বে জনবহুল অঞ্চলগুলোয় বলে গবেষণা জানিয়েছে। নেচার জিওসায়েন্সে প্রকাশিত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা থেকে জানা গিয়েছে বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রার বেড়ে যাওয়া এবং একইসঙ্গে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে ক্রমশ কমে যাচ্ছে বিষুব ও মেরু অঞ্চলের তাপমাত্রার ব্যবধান। সেই কারণেই ক্রান্তীয় অঞ্চল ছাড়িয়ে মধ্য অক্ষাংশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। আর জনবহুল অঞ্চলগুলোয় যেহেতু গড় তাপমাত্রা বেশি থাকে তাই সেখানে ঘূর্ণিঝড় এগোনর সম্ভাবনা।