জলজ প্রাণীদের কোভিড পরীক্ষা শুরু চীনে

জলজ প্রাণীদের কোভিড পরীক্ষা শুরু চীনে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ আগষ্ট, ২০২২

এবার কাঁকড়া, মাছ ও জলজ প্রাণীর কোভিড পরীক্ষা শুরু হল চিনে। ফের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রশাসনের এটাই এখন অন্যতম প্রধান দাওয়াই।

সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল চিন। দেশকে কোভিডমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ পলিসি নিয়েছে প্রশাসন। তাই যেখানেই সংক্রমণ ধরা পড়েছে, এলাকাভিত্তিক লকডাউন এবং নিভৃতবাসের মতো পদক্ষেপ করেছে। টানা দু’মাস লকডাউন থাকার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল সাংহাইতে। কিন্তু ফের সংক্রমণ বাড়তে থাকায় আরও কড়া পদক্ষেপের দিকে হাঁটছে প্রশাসন।