জাম্পিং স্পাইডার বা লাফানো মাকড়সা- সল্টিসিডাই গোত্রের এই প্রাণীর প্রায় ৬০০০-এরও বেশি প্রজাতি রয়েছে যারা আকারে তিলের বীজের থেকেও ছোটো। আশ্চর্যের বিষয় এদের চোখ। যা দেহের আকারের তুলনায় বড়। মূলত পুরুষ ও স্ত্রী প্রজাতি মিলিত হবার সময় অত্যন্ত সুসজ্জিত ভাবে জাম্প বা নাচ করে এরা। এবং ঐ অদ্ভুত চোখের জন্যে মিলন- নৃত্য দৃশ্য খুবই মজাদার লাগে দেখতে। জাম্পিং স্পাইডারের মোট ৮ টি চোখ থাকে। পুরো ৩৬০ডিগ্রি এরা দেখতে পায়। পৃথিবীতে এত ক্ষুদ্র প্রাণীর এত হাই রেজলিউশানের চোখ আর নেই। এদের চোখ মানুষ বা অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর মতোই- রেটিনার ওপরে থাকে একটি লেন্স। হাই রেজলিউশান এবং ৩৬০ ডিগ্রি ভিশান এ দুয়ে মিলে জাম্পিং স্পাইডারের চোখ হয়ে ওঠে একটি স্ক্যানিং মাইক্রোস্কোপ। অন্য সাধারণ প্রজাতির মাকড়সার চেয়ে বহুগুণ তীক্ষ্ণ হয় এদের চোখ। এত ক্ষুদ্র প্রাণী হওয়া সত্ত্বেও এদের দৃষ্টিশক্তি পায়রা বেড়াল কিংবা হাতির মতো বড়ো প্রাণীর দৃষ্টিশক্তির সমান। এমনকি মানুষের দৃষ্টিশক্তি জাম্পিং স্পাইডারের চেয়ে মাত্র ৫ থেকে ১০ % সময় বেশি তীক্ষ্ণ হয়। গবেষকরা এর চাইতে ক্ষুদ্র আকারের মাকড়সার অনুসন্ধান করছেন। এছাড়াও এই অতিক্ষুদ্র জীবের দেখার, অনুভব করার এবং স্বাদের ক্ষমতা পরীক্ষা করে বুঝতে চাইছেন গবেষকরা। ইউনিভার্সিটি অফ সিনসিন্নাতির ভিজুয়াল ইকোলজিস্ট ন্যাথান মোরহস বলেন, পোকামাকড় ও মাকড়সার জগত নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করতে করতে ক্রমে মনে হয় এ যেন এক ভিন জগৎ।