জীববৈচিত্র্য ধরে রাখতে ব্রিটেনে ঘাস ছাঁটা বন্ধ

জীববৈচিত্র্য ধরে রাখতে ব্রিটেনে ঘাস ছাঁটা বন্ধ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ এপ্রিল, ২০২২

আগামী আট বছরের মধ্যে (২০৩০-এর মধ্যে) কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণকে শূন্যে নামিয়ে আনার মরীয়া প্রচেষ্টায় গ্রেট ব্রিটেন জুড়ে নতুন নির্দেশিকা চালু হল। দেশের বিভিন্ন শহরে রাস্তার ধার দিয়ে যে বন্য ফুল আর ঘাস জন্মায় সেগুলো কাটা বন্ধ করল সরকার। এতদিন ধরে রাস্তা পরিষ্কার রাখার জন্য ফুল আর ঘাসগুলো প্রত্যেক মাসে ছাঁটা হত। এবার নতুন নির্দেশিকা অনুসারে কিছু কিছু রাস্তার হারে জন্মানো ঘাস আর ফুল বছরে একবার ছোট করা হবে। কাজ শুরু হবে এসেক্সের দক্ষিণে, সমুদ্রের উপকূলে থাকা বোর্নেস গ্রীন পার্ক, ফ্রিয়ার্স পার্ক অ্যান্ড আন্ডারক্লিফ গার্ডেন থেকে। এই অঞ্চলের দায়িত্বে থাকা স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে এই বন্য ফুল আর ঘাস দেশের জীববৈচিত্র্য ধরে রাখতে সহায়তা করবে। পরিসংখ্যান জনাচ্ছে গত ১০০ বছরে দেশের ৯৭% তৃণভূমি নষ্ট হয়ে গিয়েছে। তবে একইসঙ্গে প্রশাসন জানিয়েছে, শহরগুলোয় যে পার্ক বা পিকনিক স্পট রয়েছে সেখানকার ঘাঁস, ফুল ছেঁটে নষ্ট করা হবে না।