জীববৈচিত্র্য সন্ধানে বিশেষ দায়িত্ব জুলজিক্যাল সার্ভেকে

জীববৈচিত্র্য সন্ধানে বিশেষ দায়িত্ব জুলজিক্যাল সার্ভেকে

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৭ জুলাই, ২০২২

দেশের জীব বৈচিত্র্য রক্ষায় জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সহ দেশের ১৭টি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। কলকাতায় জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১০৭তম প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানের উদ্বোধন করে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব একথা জানিয়েছেন। তিনি বলেন, দেশের জীববৈচিত্র্য রক্ষা, ভূমিক্ষয় রোধ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে মন্ত্রকের অধীনে থাকা জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সহ ১৭টি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের যৌথ গবেষণা ছাড়াও গবেষণা ভিত্তিক মতামত আদান-প্রদান করতে হবে। মন্ত্রী জানান, জেডএসআই বিগত এক দশকে চার হাজারের বেশি প্রাণীর নতুন প্রজাতির সন্ধান পেয়েছে। এরমধ্যে শুধুমাত্র গত ২০২১ সালে পাঁচশোর বেশি নতুন প্রজাতি উদ্ভাবন করেছে। যা দেশের জীববৈচিত্র্য রক্ষায় বড় পদক্ষেপ বলে তিনি দাবি করেন। মন্ত্রী আরও বলেন, এবার থেকে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। যা কেন্দ্রের প্লাস্টিক মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে একটি বিশেষ পদক্ষেপ।