জীবাণুমুক্ত মাস্ক আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের

জীবাণুমুক্ত মাস্ক আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ ফেব্রুয়ারী, ২০২২

কোভিড রুখতে এবার ভারতীয় বিজ্ঞানীরা বিশেষ ধরণের মাস্ক তৈরি করলেন। স্ব-জীবাণুমুক্ত, অ্যান্টিভাইরাল এই মাস্কে কপার-নির্ভর ন্যানোপার্টিকলস কোটিং দেওয়া রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, শুধু করোনা ভাইরাস নয়, অন্যান্য সংক্রামক ব্যধিতেও এই মাস্ক নিখুঁতভাবে কাজ করবে। এই মাস্ক বায়োডিগ্রেডেবল (জীবাণুবিয়োজ্য)। এটা পরলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় না এবং এই মাস্ক ধুয়েও রাখা যাবে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রকের তরফে জানানো হয়েছে, কোভিড-পরবর্তী সময়ে মাস্ক পরা অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু বিজ্ঞানমন্ত্রকের পর্যবেক্ষণ, প্রথাগত মাস্ক পরে কোভিড ভ্যারিয়ান্টের সংক্রমণ কমানো কঠিন হয়ে উঠছে, বিশেষত, হাসপাতাল, বিমানবন্দর, রেল স্টেশন এবং শপিং মলের মত সেই সব অঞ্চলে যেখানে জনবসতি ঘন। মাস্ক নির্মাতারা জানিয়েছেন, যে মাস্ক সাধারণ মানুষ পরছে তাতে ভাইরাস ফিল্টার হচ্ছে কিন্তু মরছে না। তাদের তৈরি বিশেষ এই মাস্কে ভাইরাসকে ফিল্টার করা মেরেও ফেলা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =