জুন মাসে এক রেখায় ৫ গ্রহ

জুন মাসে এক রেখায় ৫ গ্রহ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ মে, ২০২২

আবারও মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবো আমরা। চলতি মাসেই একই সরলরেখায় গ্রহদের অবস্থান দেখেছি। এবার সৌর পরিবারের ৫ টি গ্রহ একই সরলরেখায় আসতে চলেছে। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, এবং শনি গ্রহ সারিবদ্ধ হবে একই সারিতে। শুধু তাই নয় সূর্য থেকে দূরত্ব অনুযায়ী গ্রহ গুলিকে পরপর সারিবদ্ধ হতে দেখা যাবে। অর্থাৎ ক্রমটি হবে- বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি। জুন মাসের শেষ দু সপ্তাহে দেখা যাবে এই দৃশ্য। পূর্ব ও দক্ষিণ পূর্ব আকাশে ভোরবেলা খালি চোখেই দেখা যাবে এই অসামাল মহাজাগতিক দৃশ্য। এর আগে শেষবার এমন দৃশ্য ঘটেছিল ২০১৬ সালের জানুয়ারী মাসে।