জেব্রার ডোরাকাটা দাগ তাদের কী কাজে লাগে?

জেব্রার ডোরাকাটা দাগ তাদের কী কাজে লাগে?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ মার্চ, ২০২৩

জেব্রার সাদা কালো দাগ তার ছদ্মবেশের কাজ করে এটাই বহুকালের প্রচলিত ধারণা। কিন্তু বিজ্ঞানীরা বলছেন রক্তচোষা মাছির হাত থেকে এই ডোরা কাটা দাগ জেব্রাকে রক্ষা করতে সাহায্য করে। বেশ কয়েক বছর আগে ইউরোপের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে একটি গবেষণায় দেখা গেছে জেব্রার ডোরা কাটা দাগ মাছিদের থেকে তাদের রক্ষাকবচ। এখন বিজ্ঞানীরা খোঁজ করছেন এই দাগ তাদের কীভাবে রক্ষা করে।
নতুন এক গবেষণায় এই উত্তরের খানিকটা অংশের খোঁজ পাওয়া গেছে – রোগীদের ক্ষেত্রে সাদা কালো বিভিন্ন নকশার কম্বল দিয়ে কিছুটা বোঝা গেছে। আবার ঘোড়ার গায়ে বিভিন্ন নকশার কম্বল চাপা দিয়ে, বিজ্ঞানীরা বিভিন্ন ডোরাকাটা দাগ বা স্ট্রাইপ আর দাবার খোপ বা চেকারবোর্ডের নকশার সাপেক্ষে মাছিদের আচরণ ক্যামেরাবন্দী করেছেন।
ওই একই দলের গবেষকরা এখন বোঝার চেষ্টা করছেন ডোরা কাটা দাগ কেন মাছিরা অপছন্দ করে। ইউরোপের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিবর্তনীয় পরিবেশবিদ টিম ক্যারো বলেছেন যে ঘোড়ার রক্তচোষা মাছিরা ডোরাকাটা বস্তুর উপর বসা বিপজ্জনক মনে করে, কিন্তু এখনও গবেষণায় এটা স্পষ্ট নয় স্ট্রাইপ নকশা কেন তারা বিপজ্জনক মনে করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 17 =