জেমস ওয়েব টেলিস্কোপের রূপকারকে কলকাতায় আনার উদ্যোগ!

জেমস ওয়েব টেলিস্কোপের রূপকারকে কলকাতায় আনার উদ্যোগ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১৭ জুলাই, ২০২২

গত ১৪ বছরে একাধিকবার তাকে প্রস্তাব দেওয়া হয়েছে অন্তত একবার কলকাতায় পা রাখার জন্য। কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপ তৈরি নিয়ে ব্যস্ত নোবেলজয়ী বিজ্ঞানী জন মাথারের সময় হয়নি। জেমস ওয়েব টেলিস্কোপ গতবছর ২৫ ডিসেম্বর মহাকাশে পাড়ি দিয়েছে। এখন তার অবস্থান পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে। চোখ ধাঁধানো ছবিও পাঠাতে শুরু করেছে জেম ওয়েব। স্পেস টেলিস্কোপের অভাবনীয় সাফল্যের পর এবার ৭৬ হাজার কোটি টাকার (ভারতীয় মুদ্রায়) খরচে তৈরি জেমস ওয়েব নিয়ে এতদিনের নীরবতা ভাঙতে চলেছেন মাথার। ১৭ জুলাই এথেন্সে জেমস ওয়েব নিয়ে বক্তৃতা দেবেন তিনি। আর সেই অনুষ্ঠানের শেষে কলকাতায় আসার জন্য তাকে লিখিত আমন্ত্রণপত্র দেওয়ার প্রস্তুতি নিয়ে যাচ্ছেন তারই একসময়ের নাসার সহকর্মী, বন্ধু কলকাতার সন্দীপ চক্রবর্তী! বিশেষভাবে উল্লেখ্য যে, এথেন্সে হতে চলা স্পেস রিসার্চের ওপর বিশেষ সেমিনারটির পরিচালনার দায়িত্বেও রয়েছেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের জ্যোতির্বিজ্ঞানী এই সন্দীপ চক্রবর্তী। বুধবার এথেন্স রওনা হওয়ার আগে সন্দীপ বলেছেন, “নাসায় জন আমার সহকর্মী ছিলেন। সেখান থেকে আমাদের বন্ধুত্বের সূত্রপাত। জেমস ওয়েব টেলিস্কোপের অভাবনীয় সাফল্যে আমিও গর্বিত। সেমিনার হয়ে গেলে এবার কলকাতায় আসার আমন্ত্রণপত্র ওকে দেব। অনুরোধ করলে মনে হয় ও ফেরাবে না।”