ডাইনোসরের পায়ের ছাপের হদিশ মিলল

ডাইনোসরের পায়ের ছাপের হদিশ মিলল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ জানুয়ারী, ২০২৫

ব্রিটিশ গবেষকরা ডাইনোসরের পায়ের ছাপ খুঁজে পেয়েছেন, একটা দুটো নয় প্রায় দুশোটা। তাও আবার প্রায় ১৬ কোটি বছর পুরনো। অক্সফোর্ড এবং বার্মিংহাম ইউনিভার্সিটির গবেষকের দল মধ্য ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে একটি বিশাল গর্ত আকারের জায়গা থেকে এই আবিষ্কার করেন। জায়গাটিতে পাঁচটি বিস্তৃত ট্র্যাকওয়ে খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে দীর্ঘতম ট্র্যাকটি দৈর্ঘ্যে প্রায় ১৫০ মিটারেরও বেশি। খনন করা পাঁচটি ট্র্যাকওয়ের মধ্যে চারটি, লম্বা গলার তৃণভোজী ডাইনোসর, সেটিওসরাস দ্বারা তৈরি করা হয়েছে বলে মনে করা হয়। বার্মিংহাম ইউনিভার্সিটি অনুসারে, পঞ্চম ট্র্যাকটি সম্ভবত নয়-মিটার লম্বা মাংসাশী মেগালোসরাসের তৈরি। এই মেগালোসরাস তার স্বতন্ত্র তিন-পায়ের নখরের জন্য পরিচিত। অক্সফোর্ড ইউনিভার্সিটির মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি-র এমা নিকোলস বলেন এক জায়গায় এত সংখ্যক পায়ের ছাপ খুঁজে পাওয়া বেশ বিরল এবং এই ধরনের বিস্তৃত ট্র্যাকওয়ে খুব একটা দেখা যায়নি। তার ধারণা এলাকাটি বিশ্বের বৃহত্তম ডাইনোসর ট্র্যাক সাইটগুলোর মধ্যে অন্যতম হতে পারে। অক্সফোর্ড এবং বার্মিংহামের ১০০ জন গবেষকের একটি দল এক সপ্তাহব্যাপী খননের সময় এই ট্র্যাকগুলো আবিষ্কার করেন। গবেষকরা সর্বশেষ খুঁজে পাওয়া পায়ের ছাপের প্রায় ২০,০০০ ছবি তুলেছেন এবং এরিয়াল ড্রোন ফটোগ্রাফি ব্যবহার করে জায়গাটির একটি বিস্তারিত ত্রিমাত্রিক মডেল তৈরি করেছেন। এই আবিষ্কার বিভিন্ন বিষয়ে আলোকপাত করতে পারে। পরিবেশের সঙ্গে ডাইনোসরদের মিথস্ক্রিয়া, তাদের আকার, তাদের চলনের গতি, মাটি ঠেলে তাদের হাঁটার পদ্ধতি প্রভৃতি। জীবাশ্মবিদরা এ বিষয়ে তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =