ডাইনোসরের বিরল মমি

ডাইনোসরের বিরল মমি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ সেপ্টেম্বর, ২০২২

গোটা একটা কঙ্কাল, সাথে জীবাশ্মীভূত চামড়ার আস্তরণ। ক্যানাডার একটা খাড়াই পাহাড় থেকে ঝুলন্ত অবস্থায় ডাইনোসরের দেহাবশেষ আবিষ্কার করলেন টেরি কেসকি। অ্যালবার্টায় ডাইনোসর প্রভিন্সিয়াল পার্কে খুঁজে পাওয়া এই প্রজাতির নাম দেওয়া হয়েছে হ্যাড্রোসর। শনাক্তকরণের কাজটা করেছেন রিডিং বিশ্ববিদ্যালয়ের জীবাশ্ম বিশারদ ব্রায়ান পিকেলস।

ল্যাজ আর পায়ের মাপ দেখে প্রোফেসর পিকেলস এই নমুনাকে শিশু ডাইনোসর বলেই আন্দাজ করছেন। ক্রেটাশিয়াস যুগের শেষদিকে তৃণভোজী এই প্রজাতিকে দেখতে ছিল খানিকটা হাঁসের মতো। ৭৫ থেকে ৬৫ মিলিয়ন বছর আগে দশ মিটার লম্বা এই ডাইনোসরের জাত পৃথিবী দাপিয়ে বেড়াত। যদিও আবিষ্কৃত নমুনাটা মাত্র ১৩ ফুট লম্বা।

রয়্যাল টাইরেল জীবাশ্ম সংগ্রহশালার বিজ্ঞানী কালেব ব্রাউন জানিয়েছেন, ক্যানাডার এই অঞ্চলে হ্যাড্রোসুরের দেহ খুঁজে পাওয়া খুব বিরল নয়। তবে, মমি আকারের সন্ধান পাওয়া নিশ্চিতভাবেই অভিনব। দেহাবশেষের সময় নির্ণয় করা হয়েছে আনুমানিক ৭৬ মিলিয়ন বছর আগেকার। প্রোফেসর পিকেলস বলছেন, মৃত্যুর ঠিক পরেপরেই হয়তো এই ডাইনোর শরীর বালিতে চাপা পড়ে গিয়েছিল।

ব্রায়ান পিকেলস আশাবাদী যে কঙ্কালের ভেতর থেকে কিছু অঙ্গ হয়তো অক্ষত অবস্থায় মিলতে পারে।