ডাইনোসর ছিল তাদের জলখাবার!

ডাইনোসর ছিল তাদের জলখাবার!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ ফেব্রুয়ারী, ২০২২

প্রাগৈতিহাসিক যুগে প্রাণীদের সম্পর্কে আলোচনায় ডাইনোসরদের আধিপত্যের কথাই উঠে আসে। কিন্তু সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর গোল্ডওয়ানা রিসার্চ আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত এক গবেষণা থেকে জানা গিয়েছে, প্রাগৈতিহাসিক যুগে এরকম প্রাণীও ছিল যাদের ডাইনোসররা দেখলেই ভয় পেত! সেই প্রাণীদের কাছে ডাইনোসররা ছিল জলখাবারের মত! অস্ট্রেলিয়ার গবেষকরা পেয়েছেন সেই প্রাণীর কঙ্কাল। তার নাম সারকোসুকাস। সাদা বাংলায় রাক্ষুসে কুমির। সাড়ে ৯ কোটি বছর আগে পৃথিবীর ওপর দাপিয়ে বেড়াত এই রাক্ষুসে কুমিররা। যাদের দৈর্ঘ্য ছিল ৩০ ফুটের বেশি। দেহের ওজন ছিল সাড়ে তিন হাজার কেজিরও বেশি। চোয়ালের ওপরের পাটিতে থাকত ৩৫টি দাঁত। আর নিচের পাটিতে ৩১টি দাঁত। দূরবীণের মত চোখ ছিল তাদের। রাতের অন্ধকারেও ওই রাক্ষস কুমিররা পূর্ণবয়স্ক থেরোপড ডাইনোসরদের অনায়াসে কাবু করে গিলে খেয়ে নিতে পারত! অষ্ট্রেলিয়ার গবেষকদের আবিষ্কারে সেরকম প্রমাণই পাওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =