ডাক্তার ছেড়ে ওঝা, মৃত্যু শিশুর

ডাক্তার ছেড়ে ওঝা, মৃত্যু শিশুর

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১০ জুলাই, ২০২২

সাপের কামড়ের ক্ষেত্রে সাধারণত এমনটা দেখা যায়। ডাক্তারের না নিয়ে গিয়ে ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করানোয় এবার মৃত্যু হল এক শিশুর। উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের গাম্ভিরগাছি পশ্চিমপাড়া এলাকায় ঘটেছে এই ঘটনা। পুলিশ জানায়, বছর দেড়েকের মৃত শিশুর নাম মেহবুল হোসেন। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটি বাড়ির উঠোনে খেলা করছিল। আচমকা একটি শিয়াল এসে তাকে মুখে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে পড়শিরা লাঠি নিয়ে ছুটে আসেন। পালিয়ে যায় শিয়াল। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে নিয়ে যাওয়া হয় বিশ্বনাথপুর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হয়। পুলিশ জানায়, চিকিৎসকের পরামর্শ না মেনে শিশুর পরিবারের লোকেরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। ওঝাকে ডেকে ঝাড়ফুঁক করান। দীর্ঘ সময় নষ্টের পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সোমবার বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই মারা যায় মেহবুল।