ডোডো পাখির পুনর্জীবন হচ্ছে!

ডোডো পাখির পুনর্জীবন হচ্ছে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ মার্চ, ২০২২

ডোডো পাখির পুনর্জন্ম হচ্ছে! আমেরিকায় এই আগাম খবর নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল এবং রোমাঞ্চও। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানী ব্রেথ স্যাপাইরো সম্প্রতি রয়াল সোসাইটি অফ মেডিসিনের এক আলোচনা সভায় জানিয়ে দিয়েছেন তিনি বিলুপ্ত, প্রাগৈতিহাসিক কিছু প্রাণীর ডিএনএ গঠন পর্যন্ত করে ফেলেছেন এবং সেই বিলুপ্ত প্রাণীদের মধ্যে ম্যামথের সঙ্গে ডোডো পাখিও রয়েছে। স্যাপাইরোর বিশ্বাস, গবেষণাটি খুব জটিল হলেও ডিএনএ-থেকে ডোডো পাখির পুনর্জন্ম সম্ভব। তারপর থেকেই আমেরকায় প্রাণীবিজ্ঞানী ও অন্যান্য বৈজ্ঞানিকদের মধ্যে কৌতূহল এবং রোমাঞ্চের সৃষ্টি। সকলেই অপেক্ষা করছেন গবেষণাপত্রের জন্য। ডোডো পাখিও একটি রহস্যময় প্রাগৈতিহাসিক প্রাণী। ষোড়শ ও সপ্তদশ শতকের বেশ কিছু ডাচ ঔপনিবেশিকদের রচনায় ডোডো পাখির উল্লেখ পাওয়া গিয়েছে এবং তাদের বাসস্থান ছিল প্রধানত মরিশাসে। কিন্তু সপ্তদশ শতাব্দীর পর মরিশাসেও আর ডোডো পাখির সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন প্রত্নতাত্বিক এবং প্রাণী বিশেষজ্ঞরা।