তিন বছরে ১৩ হাজার কিলোমিটার!

তিন বছরে ১৩ হাজার কিলোমিটার!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ মে, ২০২২

একটি হাঙর বছরে কত পথ অতিক্রম করে? পরিযায়ী হাঙরদের গতিবিধি সম্পর্কে তথ্যাদি জানতে ২০১৯ সালে একটি কে ধরে তার দেহে ‘ট্যাগ’ বসানো হয়েছিল। এর পর সেটিকে কানাডার নোভা স্কটিয়ায় ওয়েস্টার্ন আয়রনবাউন্ডের কাছে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। হাঙরটির নাম দেওয়া হয় ‘আয়রনবাউন্ড’ । ওসার্চ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়েছে, ‘আয়রনবাউন্ড’ যত বারই সমুদ্রের জলে ভেসে উঠবে, তত বারই ওই ট্যাগের সাহায্যে তা জানা যাচ্ছে।
সামুদ্রিক প্রাণীদের নিয়ে গবেষণারত ওই সংগঠন সূত্রে খবর, এখনও পর্যন্ত ফ্লোরিডার সমুদ্র থেকে মেক্সিকোর উপকূলে ঘোরা হয়ে গিয়েছে বছর কুড়ির ‘আয়রনবাউন্ডে’র। আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ২৮ এপ্রিল রাত সাড়ে ১০টা নাগাদ নিউ জার্সির উপকূলের অদূরেও এসেছিল সেটি। ৯ মে সেটিকে দেখা যায় নর্থ ক্যারোলিনার সমুদ্রে। গবেষকদের দাবি, ২০১৯ সালে ট্যাগ করার পর এখনও পর্যন্ত ১৩,০০০ মাইল সফর করে ফেলেছে সাদা হাঙরটি।