আন্টার্কটিকার সবচেয়ে বড় হিমবাহগুলির মধ্যে একটি হলো থোয়েইটস। এর আয়তন প্রায় ব্রিটেন দেশটির সমান। হিমবাহ বিশেষজ্ঞ অধ্যাপক টেড স্ক্যামবোস জানাচ্ছেন এই থোয়েইটস হিমবাহে আগামী এক দশকের মধ্যে ঘটতে চলেছে নাটকীয় পরিবর্তন। বিজ্ঞানীদের দাবি থোয়াইটস এর সামনের যে অংশ ভাসতে দেখা যাছহে তাই হঠাৎ একসময় গুঁড়িয়ে চৌচির হয়ে যাবে। অরগেন স্টেট ইউনিভার্সিটির ডক্টর এরিন পেটিট চমক উদাহরণ দিয়ে ব্যাপারটি বলেছেন- গাড়ির উইণ্ড স্ক্রিনে ফাটল ধরেছে, সেটা আস্তে আস্তে বাড়ছে। তারপর একদিন হঠাৎ গাড়ি একটা ধাক্কা লেগে গোটা স্ক্রিনের কাচ ঝুরঝুর করে ভেঙে পড়লো৷ থোয়েইটস হিমবাহের পরিণতি হবে তেমন। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিজ্ঞানীরা হিমবাহটি পর্যবেক্ষণ করে বলেছেন এটি দ্রুত গলে যাচ্ছে৷ দেখা গেছে গত ৩০ বছরে এই হিমবাহ গলে যাওয়ার পরিমাণ প্রায় দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর এই হিমবাহ থেকে প্রায় পাঁচ হাজার টন ররফ গলে সমুদ্রের জলে মিশছে। বিশ্বায়ন তো আছেই সাথে এই হিমবাহের নীচে সমুদ্রের উষ্ণ স্রোত প্রবেশ করেছে। যেকারণে এত দ্রুত গলছে হিমবাহটি। ফলে হিমবাহটির গতি বাড়ছে৷ ভেসে থাকার এলাকা ক্রমে সরে সরে যাচ্ছে। আশঙ্কার এই যে কেবল এই হিমবাহে যে পরিমানে বরফ আছে তা সম্পূর্ণ গলে জলে মিশলে সমুদ্রের সীমা ৬৫ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যাবে।