দধি-জাত বার্তাবহ “ইভি”

দধি-জাত বার্তাবহ “ইভি”

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ সেপ্টেম্বর, ২০২৫

২৫শে জুলাই ম্যাটার পত্রিকায় কলম্বিয়া ইঞ্জিনিয়ারিং স্কুলের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক সান্তিয়াগো কোরিয়া এবং তাঁর গবেষণা দল একটি হাইড্রোজেল সিস্টেম চালু করার বিবরণ প্রকাশ করেছেন। দই থেকে নিষ্কাশিত ‘ইভি’ এর অন্তর্ভুক্ত। ইভি বা এক্সট্রা-সেলুলার ভেসিকল ( কোষ-বহির্ভূত গুটিকা) হল সব রকমের কোষ থেকে নির্গত ক্ষুদ্র ক্ষুদ্র, ঝিল্লি-আবদ্ধ কণা যারা আন্তঃকোষ যোগাযোগের বার্তাবহ। এরা প্রোটিন, লিপিড এবং নিউক্লেইক অ্যাসিড প্রভৃতিকে অন্যান্য কোষে বহন করে। এরা বিভিন্ন কোষের মধ্যে জটিল যোগাযোগে সহায়ক। চিরাচরিত কৃত্রিম উপকরণগুলি প্রায়শই এ কাজে ব্যর্থ। এই নতুন নকশায় ইভিগুলি দুটি গুরুত্বপূর্ণ কাজ করে। নিরাময় ঘটিত সংকেতের বাহক হিসেবে কাজ করা ছাড়াও এরা জৈব-সামঞ্জস্যপূর্ণ পলিমারের সাথে পারস্পরিক সংযোগ তৈরি করে ‘জেল’ গঠনেও সাহায্য করে। ইভির প্রাপ্যতার সাধারণ সীমাবদ্ধতাগুলি মোকাবেলা করার জন্য, দলটি দই থেকে প্রাপ্ত ইভি ব্যবহার করেছে। এ এক সৃজনশীল সমাধান। এর ফলে জৈবিক কার্যকলাপ বজায় রেখে আরও বেশি পরিমাণে জেল তৈরি করা সহজ হয়েছে। এ থেকে পাওয়া গেছে একটি নরম উপাদান যা জীবন্ত কোষকলারই মতো। অতিরিক্ত রাসায়নিক উপাদান ব্যবহার না করেই তা নিরাময়কে উদ্দীপিত করার জন্য সন্নিহিত কোষগুলির সাথে মিথস্ক্রিয়া ঘটায়।

কোরিয়া বলেছেন, “এই প্রকল্পটি শুরু হয়েছিল ইভি-ভিত্তিক হাইড্রোজেল কীভাবে তৈরি করা যায় সে সম্পর্কে একটি মৌলিক প্রশ্ন হিসেবে। দই-এর ইভি আমাদের একটি কেজো হাতিয়ার দিয়েছে, কিন্তু তারা কেবল একটি মডেলই নয়, তারও বেশি কিছু হয়ে উঠেছে। আমরা দেখেছি যে তাদের মধ্যে পুনর্গঠন করার সহজাত সম্ভাবনা রয়েছে। এ এক নতুন, আয়ত্তাধীন নিরাময় ঘটিত উপকরণের দরজা খুলে দিয়েছে।”

কলাম্বিয়া ইঞ্জিনিয়ারিং অনুষদের একজন সহযোগী সদস্য কাম লিওং এবং পাডোভা বিশ্ববিদ্যালয়ের কৃষি ইভি উপাদান সংগ্রহের কাজে লিপ্ত গবেষকদের আন্তর্জাতিক সহযোগিতা গবেষণাটিকে আরও জোরদার করেছে। সাথে হাত মিলিয়েছে কাজে পাডোভা দলের দক্ষতা। এ থেকে নানা ক্ষেত্রের সম্মিলন এবং বিশ্বব্যাপী অংশীদারিত্বের শক্তি প্রমাণিত হয়েছে।

নতুন নকশায় ইভি-গুলির কাঠামোগত এবং জৈবিক উভয় উপাদান উভয়েই অন্তর্ভুক্ত হয়েছে। স্তন্যপায়ী কোষ এবং ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত ইভি–গুলি পদ্ধতিটিকে আরও বৈধতা দিয়েছে। নতুন মঞ্চটি বিবিধ খোপে বিভক্ত কিন্তু পরস্পর-সমন্বিত। এটি বিভিন্ন ভেসিক্‌লের (গুটিকা) উৎসের সাথেও সামঞ্জস্যপূর্ণ। এ থেকে ক্ষত নিরাময়কারী এবং পুনর্গঠনকারী ঔষধের উন্নত প্রয়োগের দ্বার উন্মুক্ত হতে পারে, যেখানে প্রচলিত চিকিৎসাগুলি প্রায়শই দীর্ঘমেয়াদী কোষকলা মেরামতের প্রসারে ব্যর্থ।

প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে যে দই থেকে নেওয়া ইভি হাইড্রোজেলগুলি জৈব-সামঞ্জস্যপূর্ণ। এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ইঁদুরদের ওপর এক সপ্তাহের মধ্যে নতুন রক্তবাহর বিকাশ ঘটানোর (অ্যাঞ্জিওজেনিক) শক্তিশালী কার্যকলাপ চালায়। ইঁদুরের ওপর এর প্রতিকূল প্রতিক্রিয়ার কোনও লক্ষণ দেখা যায়নি, বরং এটি নতুন রক্তনালী গঠনে সহায়তা করেছে, যা কিনা কোষকলার কার্যকর পুনর্গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সুতরাং কৃষিজ ইভি-গুলি শুধু গবেষণাকর্মেই নয়, পরবর্তী প্রজন্মের জৈবপ্রযুক্তি হিসেবে নিরাময়কারী সম্ভাবনারও ধারক। এখন অনুসন্ধান চলছে এই রোগ-প্রতিরোধ প্রতিক্রিয়া কীভাবে কোষকলার পুনর্গঠনকে নির্দেশিত করতে সাহায্য করতে পারে।

সূত্র : Extracellular vesicles as dynamic crosslinkers for bioactive injectable hydrogels” by Artemis Margaronis, Caterina Piunti, Ryan R. Hosn, Sarah Bortel, Satya Nayagam, James S. Wang, Daniella Uvaldo, Kam Leong, Elisa Cimetta and Santiago Correa, 25 July 2025, Matter. DOI: 10.1016/j.matt.2025.102340

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =