দুষ্প্রাপ্য বই জানাল ভিনগ্রহীরা ছিল

দুষ্প্রাপ্য বই জানাল ভিনগ্রহীরা ছিল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ মে, ২০২২

৩২৪ বছরের পুরনো একটি বই। সম্প্রতি গ্লসেস্টারশায়ারে একটি প্রাচীন সংগ্রহশালায় একটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে বইটি উদ্ধার করেছেন জিম স্পেনসার নামের এক অধ্যাপক। বইটির নাম ‘সেলেসটিয়াল ওয়ার্ল্ড’। লেখক ক্রিষ্টিয়ান হাইজেনস। এই বইয়ে প্রাণী, উদ্ভিদ জগৎ, পৃথিবী কীভাবে সৃষ্টি হল সমস্ত বিষয় নিয়ে লেখা রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয়, ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে। হিজেনস জানিয়েছেন, ১৬৯৮-এ লেখা সেই বই দাবি করেছে ভিনগ্রহীরা ছিল। শুধু ছিল নয়, তাদেরও মানুষের মত হাত, পা সব ছিল বলে হাইজেনসের দাবি। বইয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন, ভিনগ্রহীদের আগ্রহ ছিল জ্যোতিষচর্চায়, গান শোনায়। এমনকী, ভিনগ্রহীদের জীবনেও দারিদ্র্য ছিল, পারস্পরিক সংঘর্ষ ছিল বলে হাইজেনসের দাবি! জিম স্পেনসারের বক্তব্য, “বইটি পড়লে হাসিও পেতে পারে! বিশ্বাস করতে না-ও ইচ্ছে করতে পারে। কিন্তু হাইজেনস শুধু লেখেননি, বৈজ্ঞানিক যুক্তি দিয়ে তার প্রত্যেকটা বক্তব্যকে প্রতিষ্ঠা করেছেন। তাই শেষপর্যন্ত এই বইকে উপেক্ষা করা যাবে না।” আগামী ৫ জুলাই স্ট্যাফোর্ডশায়ারের বিশটন হলের নিলামে উঠবে এই বই। স্পেনসার জানিয়েছেন নীলামে ওঠার আগেই এই বইয়ের বেস-প্রাইস ৩০০০ পাউন্ডে পৌঁছে গিয়েছে! মানে ভারতীয় মুদ্রায় ২৯ লক্ষ টাকা!