ফুরিয়ে আসছে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার। একইসঙ্গে বাতাসে বাড়ছে কার্বনের পরিমাণ। এই অবস্থায় ভারতে তৈরি হল সম্পূর্ণ পরিবেশবান্ধব হাইড্রোজেন মাইক্রোগ্রিড প্রকল্প। এখানে হাইড্রোজেন নিষ্কাশনের জন্য ব্যবহার করা হবে সৌরবিদ্যুৎ। গত ৩০ ডিসেম্বর বিশাখাপত্তনমে উদ্বোধন হল এমনই এক কেন্দ্রের। ভারতে মোট জ্বালানির ৭০ শতাংশই নির্ভর করে বৈদেশিক আমদানির ওপর। হাইড্রোজেন জ্বালানির ব্যবহার বাড়ালে দেশের মধ্যেই তার উৎপাদন সম্ভব। এছাড়াও বর্তমান সময়ে হাইড্রোজেন জ্বালানিকেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন ভবিষ্যতে তাপবিদ্যুৎ উৎপাদনের উৎস হতে পারে বলে মনে করছেন। সেই উদ্দেশ্যকে সামনে রেখে বিশাখাপত্তনমে এই মাইক্রোগ্রিডের উদ্বোধন। জাতীয় তাপবিদ্যুৎ সংস্থার ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন এই মাইক্রোগ্রিডের প্রযুক্তিগত কাঠামো। প্রত্যেকদিন ২৪০ কিলোওয়াট শক্তি উৎপাদনে সক্ষম হাইড্রোজেন সিলিন্ডার তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা।