নতুন রোগ টমাটো ফ্লু

নতুন রোগ টমাটো ফ্লু

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৯ জুলাই, ২০২২

রাজ্যের মানুষ যখন করোনা সহ অন্যান্য রোগ নিয়ে গভীর আতঙ্কে দিশাহারা, ঠিক সেই মুহূর্তেই নতুন আরেক আতঙ্ক। আতঙ্কের নাম টমাটো ফ্লু। কেরলে সর্বপ্রথম এই ফ্লুটি ধরা পড়ে। তারপর ভারতে প্রবেশ করে এ রাজ্যেও ছড়িয়ে পড়েছে।চিকিৎসকেরা জানাচ্ছেন, এই রোগে আক্রান্ত হচ্ছে মূলত শিশুরা। মুখের ভিতরে ঘা, গায়ে অনেকটা টমাটোর মতো দেখতে চাকা চাকা দাগ থাকে বলে এই রোগটিকে বলা হয় টমাটো ফ্লু। পাঁচ থেকে সাতদিন এই জ্বরটি থাকবে। এবং শিশুদের শরীর খুব দুর্বল করে দেয়। শুধু যে পাঁচ বছরের নিচে শিশুরা আক্রান্ত হবে তা নয়, পাঁচ বছরের উপরের শিশুরাও এই রোগে আক্রান্ত হতে পারে। মৃত্যুর হার তেমন না থাকলেও এই রোগের ভয়াবহতার কথা উল্লেখ করেছেন অনেক চিকিৎসক। শিশুদের বাবা মায়েদের কিছু সাবধানতার কথাও শুনিয়েছেন তাঁরা।  চিকিৎসকরা জানাচ্ছেন, এই রোগটি ছোঁয়াচে রোগ। একটি শিশুর থেকেই অন্য শিশুর মধ্যে এই রোগ সংক্রমিত হতে পারে। কোনও শিশু এই রোগে সংক্রমিত হলে হোম আইসোলেশনে রাখার আবেদন জানিয়েছেন চিকিৎসকেরা। এই রোগের উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া কর্তব্য। তবে এটি ভাইরাস ঘটিত রোগ।