নিউজিল্যান্ডে এবছরের শীত শেষ হল। এই অগস্ট মাসে। তিন মাস ধরে চলা শীতে, গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের! আবহাওয়াবিদরা জানিয়েছেন নিউজিল্যান্ডের ১১৯ বছরের ইতিহাসে শীতকাল এরকম ‘উষ্ণ’ হয়নি কখনও! এবারে গড় তাপমাত্রা ছিল প্রায় ১০ ডিগ্রি (৯.8) সেলসিয়াস! যেটা দীর্ঘদিনের হিসাবে স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে ১.৩ ডিগ্রি বেশি আর গতবছরের চেয়ে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বিশ্ব উষ্ণায়ন, তার সঙ্গে উত্তর থেকে আসা গরম হাওয়া এবং সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি– মূলত এই তিন কারণেই নিউজিল্যান্ডের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। নাভা ফেডায়েফ ওই দেশের একজন আবহাওয়াবিদ। তাঁর বিশ্লেষণে, শুধু গরম হাওয়া নয় বা সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধি নয়, এই উষ্ণতার আরও এক অন্যতম কারণ বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। তিনি একটা হিসেব দিয়ে বলেছেন, ৫০ বছর আগে নিউজিল্যান্ডে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ছিল প্রতি মিলিয়নে ৩২০ পার্টস। এখন সেখানে বেড়ে প্রতি মিলিয়নে ৪১২ পার্টস। ফেডায়েফ বলেছেন, “বরফও পড়ছে না এখানে সেভাবে। শীতে আগে প্রচুর বরফ পড়ত নদীগুলোতে। এবারের শীতে দেখলাম বরফপাতের বদলে বৃষ্টি হল। বৃষ্টি মানে, দেশের কোথাও কোথাও এত বৃষ্টি হল যে, বন্যা হয়ে গেল! শীত পড়বে কীভাবে?” জলবায়ু বিজ্ঞানী জেমস রেনউইকও বলেছেন, কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ যদি না কমানো যায় তাহলে একটা দিন আসবে যেদিন নিউজিল্যান্ডে শীত বলে কিছু থাকবে না!