বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ জানুয়ারী, ২০২২
দেশ জুড়ে রোজই লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, তবে কোভিডের এই তৃতীয় স্ফীতিতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আপাতত শতাংশের বিচারে আগের চেয়ে কম। অধিকাংশ ক্ষেত্রেই তাই রোগীকে থাকতে দেখা যাচ্ছে বাড়ির নিভৃতবাসেই। বাড়িতে নিভৃতবাস কাটাতে হলে কী কী নিয়ম মেনে চলতে হবে, বুধবার, ৫ জানুয়ারি তা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক উপরের ছবি দেখুন)। পাশাপাশি উপসর্গহীন রোগী ও মৃদু উপসর্গ থাকা রোগীর
নিভৃতবাসের মেয়াদ নির্দিষ্ট করে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কয়েকটি শর্তসাপেক্ষে এই মেয়াদ মাত্র সাত দিনের।