নোনা জলে ফসল নষ্ট

নোনা জলে ফসল নষ্ট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ এপ্রিল, ২০২২

নোনা জলে মাছ চাষ করতে গিয়ে ফসলের ক্ষতি হচ্ছে বার বার। কিন্তু তাতে কর্ণপাত করছে না কেউ। তার ফল যে কতটা মারাত্মক হতে পারে তার প্রমাণ পেল বাংলাদেশের বরগুনার তালতলী। সেখানে চিংড়ির ঘেরে লবণাক্ত জল দিতে গিয়ে ৩০ একর জমির বোরো ধান নষ্ট হয়েছে। উপজেলার সোনাকাটা ইউনিয়নের সখিনা ও নিদ্রার চর গ্রামের এক মাছ চাষি তার ঘেরে লবণাক্ত জল দিতে গেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা ও নিদ্রার চর এলাকার ২৭ জন কৃষক ঋণ নিয়ে ৩০ একর জমিতে বোরো ধানের চাষ করছেন।
গত ৪ এপ্রিল স্থানীয় মালেক আকন আমখোলা খালের স্লুইসগেট খুলে দিয়ে তার চিংড়ি ঘেরে লবণাক্ত জল আনেন। এ সময় জোয়ারের লবণাক্ত জলে কৃষকদের রোপণ করা বোরো ধানের খেত তলিয়ে যায়। নোনা জল যাওয়ার ১ সপ্তাহের মধ্যে বোরো ধানের গাছ শুকিয়ে গেছে। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।