পরিবেশ রক্ষার বার্তা দিতে সাইকেলে ৯ হাজার কিলোমিটার!

পরিবেশ রক্ষার বার্তা দিতে সাইকেলে ৯ হাজার কিলোমিটার!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ ডিসেম্বর, ২০২১

পরিবেশ রক্ষার বার্তা দিতে সাইকেলে ভারত ভ্রমণ করছেন হরিয়ানার বাসিন্দা সুভাষ চন্দ্র। ষাটোর্ধ্ব এই ‘যুবক’ সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার ৬ মাস পর থেকে সাইকেল চালিয়ে ইতিমধ্যে প্রায় ৯ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছেন। ঘুরেছেন ৬টি রাজ্য। গ্রাম ও শহর মিলিয়ে ১৭০০টি জায়গায় গিয়েছেন। উদ্দেশ্য একটাই ছিল যে, জল ও পরিবেশ সম্পর্কে সমস্ত সম্প্রদায়ের মানুষকে সচেতন করা। হরিয়ানার কালিরাবন গ্রামে বাড়ি সুভাষের। সেখানে রাজ্য সরকারের কৃষি বিভাগে চাকরি করতেন তিনি। অবসর নেওয়ার আগে থেকেই তার মনে হত, জলের অপচয়, বায়ুদূষণ নিয়ে যথাযথ সচেতনতার অভাব সাধারণ মানুষের মধ্যে। তখন তার এই সিদ্ধান্তে আসা। হরিয়ানারপর রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, এমনকী নেপালেও গিয়েছেন তিনি। বর্তমানে সুভাষ পশ্চিমবঙ্গে এসেছেন। রবিবার তিনি ছিলেন কৃষ্ণনগরে। সেখান থেকে তিনি রাণাঘাট হয়ে কলকাতায় আসবেন। তারপর ওড়িশা ছুঁয়ে সুভাষ যাবেন দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে। সেখানেই শেষ হবে তার ভারত ভ্রমণ। আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের সদস্য বলে সুভাষ চন্দ্রের থাকা ও খাওয়ার ব্যবস্থা লায়ন্স ক্লাবই করছে সব রাজ্যে। তিনি বলেছেন, “অনেক মানুষের সঙ্গে দেখা করে তাদের চেষ্টা করেছি পরিবেশ নিয়ে সচেতন করার। অনেকে এই বিষয়ে সহযোগিতাও করেছেন। আশা, আমার ভ্রমণের উদ্দেশ্য ব্যর্থ হবে না।”