বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ জানুয়ারী, ২০২২
এবছরের সিডনি উৎসবেও পরিবেশ দূষণের বিরুদ্ধে প্রচার, পরিবেশ বাঁচানোর পক্ষে সচেতনতার ছবি। ২০ মিটার উঁচু একটা আস্ত বরফের পাহাড় তৈরি করা হয়েছে। সেই পাহাড়ের ওপর টানা ১০ ঘন্টা নৃত্য পরিবেশন করেছেন শিল্পীরা। ১৪ থেকে ১৬ জানুয়ারি। পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পৃথিবী জুড়ে চলা নানা ধরণের প্রচারের মত সিডনি উৎসবেও এই উদ্যোগ দেখা গেল থিয়েটার সংস্থা লেগস অন দ্য ওয়ালের সদস্যদের। ২০২০-র সিডনির ভয়াবহ দাবানলের বিস্মৃতি আজও মানুষের মনে প্রবলভাবে থেকে গিয়েছে। সেই আগুন নিভেছিল ২০২১-এ। আজও সেই প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়া বহু মানুষ আশ্রয়হীন, বিপর্যস্ত। বরফের পাহাড় তৈরি করতে আড়াই টন বরফ জমিয়ে রাখা হয়েছে একটা জায়গায়। আর বরফ জমানোর জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয়েছে তার দাম ৩০ হাজার ডলার।