পাঁচ দিনে বানানো যাবে মানুষের হাড়!

পাঁচ দিনে বানানো যাবে মানুষের হাড়!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ ফেব্রুয়ারী, ২০২২

এত কম সময়ে, এত সহজে, এত নির্ঝঞ্ঝাটে মানুষের হাড় বানানোর উপায় এর আগে আধুনিক বিজ্ঞানের জানা ছিল না। সেই কাজ বিজ্ঞানীরা জানাচ্ছেন এবার মাত্র পাঁচ দিনে হবে! অবিশ্বাস্য হলেও সত্যি। অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ণ ইনস্টিটিউট অফ টেকনোলজির (আরএমআইটি) বিজ্ঞানী, প্রযুক্তিবিদরা অভিনব এই পদ্ধতি আবিষ্কার করেছেন। যে সম্পর্কিত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা স্মল-এ। অভিনব ওই পদ্ধতি হল শব্দতরঙ্গ, যার সহায়তায় পাঁচদিনে মানুষের হাড় তৈরি করা যাবে, দুর্ঘটনা বা কঠিন অসুখে ক্ষয়ে যাওয়া হাড়ের জায়গায় সেই নতুন হাড় প্রতিস্থাপন করা যাবে। গবেষকরা মানুষের হাড় বানিয়েছেন স্টেম সেল থেকে। যা কোনও রোগীর চর্বি কোষ থেকে নেওয়া হয়েছে। আর পাঠানো হয়েছে অত্যন্ত উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ। গবেষণাগারে চালানো হয়েছে গবেষণাটি। মানুষের ওপরে এখনও তা পরীক্ষা করে দেখা হয়নি।