পাকাপাকিভাবে ব্রণ সারার গবেষণা

পাকাপাকিভাবে ব্রণ সারার গবেষণা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ ফেব্রুয়ারী, ২০২২

ব্রণ বা ত্বকে লালচে দাগ কি পাকাপাকিভাবে সারে? বিজ্ঞানীদের এত বছরের পর্যবেক্ষণ, সারে না। আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিনে প্রকাশিত নতুন গবেষণায় গবেষকরা বলছেন এবার পাকাপাকিভাবে সেরে যাবে ব্রণ বা ত্বকে হওয়া কালচে বা লালচে দাগ। গবেষণায় বলা হয়েছে, মানবত্বককে গড়ে উঠতে সহায়তা করা বা ত্বকের ক্ষত মারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা যে কোষগুলো নেয় সেই ফাইব্রোব্লাস্টসের জন্যই ত্বকে কালচে দাগ বা ব্রণের উৎপত্তি। ত্বকের এই কোষগুলিই নানাধরণের ফ্যাটি অ্যাসিড তৈরি করে। গবেষণা আরও জানিয়েছে ফাইব্রোব্লাস্টের কোষগুলি চর্বি কোষ তৈরি করার সময় ক্যাথেলিসিডিন নামে এক ধরণের প্রোটিনের নিঃসরণ বেড়ে যায়। এই ক্যাথেলিসিডিন কিন্তু ব্রণ সৃষ্টিকারী ব্যাকটিরিয়া দ্রুত মেরে ফেলতে পারে। গবেষকরা আশাবাদী যে, যদি কোনও চিকিৎসা পদ্ধতিতে দেহে ক্যাথেসিডিলিনের নিঃসরণ বাড়ানো সম্ভব হয় তাহলে আগামীদিনে পাকাপাকিভাবে ব্রণ বা ত্বকের কালচে দাগ উঠিয়ে দেওয়া যাবে।