পাচার হয়ে যাচ্ছে সবচেয়ে সুন্দর কচ্ছপ

পাচার হয়ে যাচ্ছে সবচেয়ে সুন্দর কচ্ছপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ ফেব্রুয়ারী, ২০২২

কচ্ছপের নাম ইন্ডিয়ান স্টার। পিঠের খোলসের ওপর ছোট ছোট হলুদ নকশা। তারার মত দেখতে। তাই ওই নাম। ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার কয়েকটি অঞ্চল ছাড়া আর কোথাও এই কচ্ছপের দেখা মেলে না। সাধারণত শুকনো তৃণভূমি অঞ্চলের বাসিন্দা এই কচ্ছপ। গড়ন ও আকর্ষণীয় রঙের জন্য এই কচ্ছপকে বলা হয় সবচেয়ে সুন্দর কচ্ছপ। এই প্রজাতির কচ্ছপ দীর্ঘজীবি ও এদের পরিচর্যার খরচ কম হয় বলে পোষ্য হিসেবেও এই কচ্ছপের চাহিদা বিশ্বজুড়ে।

সেটাই হয়ত এই কচ্ছপের দুর্ভাগ্য! প্রবলভাবে বিদেশে পাচার হয়ে যাচ্ছে ইন্ডিয়ান স্টার কচ্ছপ। পাচারের পরিমাণ এত বেড়ে গিয়েছে যে, এই কচ্ছপকেও ‘বিপন্ন’ বলে ঘোষণা করতে হয়েছে। ২০১৬-য় এই কচ্ছপ নিয়ে অবৈধ ব্যবসা বন্ধ করতে তৎপর হয়েছিল ভারত। আন্তর্জাতিক সম্মেলন পর্যন্ত হয়েছিল ব্যবসা বন্ধ করা নিয়ে। তাও থামানো যাচ্ছে না স্টার কচ্ছপের চোরাকারবারি। ২০২০-তে স্টার কচ্ছপের অবৈধ চোরাকারবারির ১১টি ঘটনা ধরা পড়েছিল। আর ভারত থেকে ৬ হাজারেরও বেশি ২০২০-তে আটক করা হয়েছিল।