পাথরের হাতিয়ার কি বানররা বানিয়েছিল!

পাথরের হাতিয়ার কি বানররা বানিয়েছিল!

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৩ জানুয়ারী, ২০২৩

আর্ট অ্যান্ড ডিজাইন ওয়েবসাইট আর্টনেট -এ একটা নিবন্ধ উল্লেখ করে বলা হয়েছে, গবেষকদের ধারণা ব্রাজিলে আবিষ্কৃত প্রাচীন হাতিয়ার আদিম মানুষের বানানো নয়, তা ক্যাপুচিন বানরদের বানানো ছিল। যে নিবন্ধ উল্লেখ করা হয়েছে তা হল দ্য হোলোসিন জার্নালে নভেম্বরে প্রকাশিত প্রত্নতাত্ত্বিক অগাস্টিন এম. অ্যাগনোলিন এবং জীবাশ্মবিদ ফেদেরিকো এল. অ্যাগনোলিন -র নিবন্ধ। যেখানে তারা বলেছেন, উত্তর-পূর্ব ব্রাজিলের পিয়াউই-র পেড্রা ফুরাডা-তে ৮০০ টিরও বেশি প্রত্নতাত্ত্বিক স্থান খনন করে যে প্রাচীন হাতিয়ারগুলো পাওয়া গেছে তা স্থানীয় কোয়ার্টজ, কোয়ার্টজাইট পাথর দিয়ে বানানো হয়েছিল, যেগুলো সম্ভবত বানরদের হাতিয়ার।
এই ৫০,০০০ বছরের পুরোনো হাতিয়ারগুলো দেখে কোনো কোনো প্রত্নতাত্ত্বিক চিন্তা করেছেন, হয়তো আদিম মানুষ ওই এলাকাগুলোতে বসবাস করতো। কিন্তু নিবন্ধে প্রকাশিত যে, ওই এলাকায় মানুষ বসবাসের অন্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে ক্যাপুচিন বানররা বিভিন্ন ধরনের বাদাম ভাঙ্গতে ছোটো পাথর হাতুড়ির মতো বা বড়ো চ্যাপ্টা পাথর কামারের নেহাইয়ের মতো ব্যবহার করে। আর পেড্রা ফুরাডা-তে পাওয়া হাতিয়ারগুলোও একই ধরনের ছিল।